এখন আপনার শাওমী ফোনে এটা সম্ভব যে আপনি এই আর্টিকেল টি পড়ার সময়ই Youtube ব্যাকগ্রাউন্ড Music চালাতে পারবেন৷ আপনি হয়তো Spotify, Youtube Music ব্যাবহার করেছেন। এটিও তেমন কিছু। কিন্তু এখন শাওমী ফোনে গান শুনতে অন্য কোনো Apps ডাউনলোড করতে হবে না। এখন থেকে শাওমী ফোনে background এ YouTube Music চালাতে পারবেন।
এখন থেকে আপনার ফোনের 'My Music' Apps টিতেই Youtube Music ব্যাকগ্রাউন্ড এ শুনতে পারবেন। এটিই জন্য আপনার ফোনে MIUI 11 ইনষ্টল দেওয়া থাকতে হবে৷
কিভাবে শাওমী ফোনে Background এ Youtube Music চালাবেন
নিচের স্কিনশর্ট গুলো দেখুন
সত্যি বলতে, এটি শাওমী ফোন ব্যাবহারকারীদের জন্য দারুন কাজে লাগবে, এটি MIUI 11 এ ভালোভাবে কাজ করছে, কিন্তু MIUI 10 এ সঠিকভাবে কাজ করছে কিনা জানা নেই, তবে আপনি নিচের Link কিংবা প্লে স্টোর থেকে আপডেট দিয়ে ট্রাই করতে পারেন৷
শাওমী ফোনের My Music লেটেস্ট ভারসর্ন ডাউনলোড করুন
- শাওমী Music আপ্লিকেশনটি অপেন করুন।
- একদম নিচে আপনি watch নামের অপশন পাবেন সেখানে ক্লিক করবেন।
- গুগল আচ্চউন্ত দিয়ে সাইন ইন করতে বলবে, করবেন না হলে x ক্রস এ ক্লিক করে কেটে দিবেন।
- আপনি এখন youtube থেকে যেকোনো গান বা ভিডিও দেখতে পারবেন।
- Youtube Music চলাকালীন Music আপ্লিকেশন থেকে বাইরে আসুন৷
- এখন আপনি একটা ফ্লোটিং বাটন দেখতে পারবেন। (উপরের স্কিনশর্ট গুলো দেখুন)
- আপনি এখন এই বাটন থেকেই Music কন্টোল করতে পারবেন।
nice
উত্তরমুছুনThanks 😍😍
মুছুনTest 2
উত্তরমুছুনএকটি মন্তব্য পোস্ট করুন