আসসালামুআলাইকুম, আজ আমি দেখাবো কিভাবে blogger ব্লগে Sitemap Page তৈরি করবেন বা যেভাবে blogspot এ HTML Sitemap Page বানাবেন। আমি এই আর্টিকেলে ধাপে ধাপে দেখাবো কিভাবে সাইটম্যাপ পেজটি বানাবেন।

সাইটম্যাপ কি?

গুগল থেকে এক্সএমএল সাইটম্যাপ সাবমিট করার জন্য তারা পরামর্শ দেয় এতে তারা আপনার সাইট সম্পর্কে একটা পরিষ্কার ধারনা পায়।একটা এক্সএমএল সাইটম্যাপ তৈরী করা খুব সহজ,তৈরী করে গুগলে সাবমিট করলে মুহুর্তেই গুগল এটা ডাউনলোড করে এবং গুগলবট এলগরিদম অনুযায়ী ক্রাউল করে বিভিন্ন তথ্য প্রদর্শন করে,এই প্রসেসটার জন্য কয়েকদিন লাগতে পারে।

সাইটম্যাপ পেজ কি?

সাইটম্যাপ পেজে আপনার ব্লগের লেটেস্ট পোস্টগুলো টাইটেল আকারে দেখায়।  একটি website এর প্রপার SEO এর জন্য সাইটম্যাপ প্রয়োজন। 

এই সাইটম্যাপটির বৈশিষ্ট্যঃঃ    

  • সহ সেট-আপ। 
  • এডিট করা সহজ৷ 
  • আর্টিকেলের লিমিট সেট করা যায়। 
  • SEO ফ্রেন্ডলি।  
  • Custome Css সাপোর্টেড৷  

 

Live Demo


যেভাবে সাইটম্যাপ যুক্ত করবেন। 

নিচের স্টেপ গুলো ফলো করুনঃ

Step 1: প্রথমে Blogger এ লগিন করুন।
Step 2: ক্লিক করুন Pages > New Page.

Blogger Sitemap page add 1
Step 3: পেজের Title দিন এবং Compose থেকে Html মোডে যান।

Sitemap Page add on Blogger 2
Step 4: এখন নিচের কোড গুলো পেষ্ট করুন।


 <script type="text/javascript">     var numposts = 100;  var standardstyling = true;     function showrecentposts(json) {   for (var i = 0; i < numposts; i++) {    var entry = json.feed.entry[i];    var posttitle = entry.title.$t;    var posturl;    if (i == json.feed.entry.length) break;    for (var k = 0; k < entry.link.length; k++) {     if (entry.link[k].rel == 'alternate') {      posturl = entry.link[k].href;      break;     }    }    posttitle = posttitle.link(posturl);    if (standardstyling) document.write('<li>');    document.write(posttitle);   }    if (standardstyling) document.write('</li>');  } </script> <ul style="margin:0">  <script src="/feeds/posts/default?orderby=published&alt=json-in-script&callback=showrecentposts&max-results=999"></script> </ul>

Step 5: এখন Page Settings 
এ যান আর Page Description দিন এবং কমেন্ট অফ করে দিন

How to add a sitemap page on blogger
Step 6: পেজ পাবলিশ করুন

আপনার সাইটম্যাপ এখন রেডি। ধন্যবাদ Gizbangla.Com এর সাথে থাকার জন্য


Post a Comment