আজ আমি আপনাদের দেখাবো কিভাবে যেকোনো ইমেজের কোয়ালিটি ঠিক রেখে ইমেজ সাইজ কমাবেন। স্মার্টফোনগুলি যোগাযোগ ডিভাইসের চেয়ে অনেক বেশি, বেশিরভাগ ক্ষেত্রে যদি আপনি ফটোগ্রাফি, গ্রাফিক্স ও সোস্যাল মিডিয়া ব্যাবহার করেন । বর্তমানে মোবাইল ফোনে মোবাইল ফটোগ্রাফি কে অনেক প্রাধান্য দেওয়া হয়৷
আজকাল প্রায় সব স্মার্টফোনেই হাই-রেজুলেশন ক্যামেরা থাকে। এই ক্যামেরাগুলির তোলা ছবিগুলি যদিও ওজনহীন কিন্তু যখন এটি পিকচারগুলো শেয়ার বা সেভ করে রাখতে চান তখন বিশাল ব্যান্ডউইথ এবং স্টোরেজ এর প্রয়োজন হয়৷ বর্তমানে ভালো মানের Android এ যুক্ত করা হয়েছে 108 MegaPixel Camera.আবার কিছু কিছু Device তো চারটি পর্যন্ত Camera Support করে। যার ফলে যে কোন ছবি তোলা যায় High Quality তে। তবে ঝামেলা হলো আপনার Picture এর সাইজ হয়ে যায় অনেক বেশী।
আজ আমি আপনার উচ্চ-মানের ছবিগুলির কোয়ালিটি ঠিক রেখে রিসাইজ এবং সংকোচিত করার জন্য ৩টি দুর্দান্ত অ্যাপের তালিকা করেছি।
3 Best Free Android Apps To Reduce Image Size
যদি দ্রুত আপনার ছবির আকার বা Resoulation কমানোর জন্য Android App খোজ করে থাকেন তবে Photo Compress & Resize আপনার সেরা পছন্দ হতে পারে। চিত্র Compress এবং পুনরায় আকারের পরিবর্তন করা যাবে। আপনি সহজেই আপনার চিত্রগুলির গুণমান এবং ফাইলের আকার ছোট করতে পারবেন। নিখুঁত ভারসাম্য বজায় রেখে সাইজ কমানো যাবে। আর এটাও একই সাথে অনেক গুলো চিত্র সাপোর্ট করে Compress করার জন্য।এটি আমার পার্সোনালি ফেবারিট এবং আমি এটি অনেকদিন ধরেই ব্যাবহার করি।
তালিকার ২ নাম্বারে রয়েছে Photo Compress 2.0.যা ব্যবহার করে আপনি চিত্রের Resoulation ঠিক রেখে Size কমাতে পারবেন। আপনি সহজেই সাইজ কমানো , আকার পরিবর্তন এবং Crop করতে পারবেন। এছাড়াও একই সাথে অনেকগুলো ছবির সাইজ কমানোর ফিচার রয়েছে। আবার আপনি চাইলে সাইজ নির্ধারন করে দিতে পারবেন। মানে হলো ছবির সাইজ কতটুকু করতে চান তা নির্বাচন করা যাবে।
3. QReduce Lite
টপ রেটিং পাওয়া Playstore একটি এপ হলো QReduce Lite. এর মূল ফিচার হলো নির্দিষ্ট করে দেওয়া সাইজে High Quality তে Compress করা। অনেকে এটাকে aggressive image compression এর জন্য সেরা পছন্দের তালিকাতে রেখেছে। আপনি MB সাইজের Photo গুলো কে KB সাইজে নিয়ে আসতে পারবেন। মোট কথা আপনার জন্য কম সাইজে ভালো কোয়ালিটির Compress করার জন্য সেরা একটি App.
তাহলে এই রইলো সেরা ৩টি Android App যা দিয়ে Picture Size Compress করা যায়।
এমন আরও অনেক অ্যাপ রয়েছে যা ফটো ফাইলের আকার হ্রাস করা যায় তবে আমি উল্লিখিত apps টিকে ব্যাবহারের জন্য রিকমন্ড করবো। সুতরাং, আপনি যদি চিত্রগুলি সংকুচিত করতে বা ফটোগুলির আকার হ্রাস করতে চান তবে এগুলি ব্যাবহার করতে পারেন। আর আর্টিকেলটি কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন কিন্তু৷
একটি মন্তব্য পোস্ট করুন